চবি ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়সহ বেশকিছু অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে প্রায় ঘন্টাখানেক পর ফটক খুলে দেয়া হয়।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ফটক আটকিয়ে দেওয়ায় সাময়িক যানজট সৃষ্টি হয়। পাশাপাশি ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের একজন জানান, খাবারের দাম বৃদ্ধি, অতিরিক্ত গাড়িভাড়া আদায়, হলে খাবারের পানি সংকটসহ বিভিন্ন দাবিতে আমাদের এ আন্দোলন। ভর্তি পরীক্ষার সময় এরকম নৈরাজ্য নতুন নয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া চট্টলার কণ্ঠকে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সব সময় তৎপর। অতিরিক্ত ভাড়া আদায় ও খাবারের দাম বেশি রাখলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। শিক্ষার্থীরা এরকম কিছু ঘটলেই যেন জানায়।