ডিসেম্বর ৪, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ

অস্থাবর সম্পত্তিও বন্ধক রাখার সুযোগ আসছে

চট্টলার কণ্ঠ নিউজ ডেস্ক।

জমি–বাড়ির মতো স্থাবর সম্পত্তিই কেবল এখন বন্ধক রাখা যায়; তবে অস্থাবর সম্পত্তিও বন্ধক রেখে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভায় সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন–২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এটি সংসদে পাস হলে সোনা–রুপা, গাড়ি, আসবাবপত্র কিংবা ইলেকট্রনিক্স পণ্যও ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বিকালে সচিবালয়ে বৈঠকের বিষয়বস্তু ও সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত স্থাবর সম্পত্তি বিবেচনায় নিয়ে ঋণ দিয়ে থাকে। কিন্তু অস্থাবর সম্পত্তিকে বিবেচনায় নিয়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত ভিত্তি ছিল না। অস্থাবর সম্পত্তির আইনগত ভিত্তি দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে। খবর বিডিনিউজের।

‘এই আইন সংসদে পাস হলে অস্থাবর সম্পত্তির উপর ভিত্তি করে ঋণ দেওয়া যাবে। তবে অস্থাবর সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করে নিতে হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক