পেঁয়াজের দাম বৃদ্ধিতে দায়ী ‘সিন্ডিকেট’
চট্টলার কণ্ঠ প্রতিবেদন |
ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে বার আউলিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ফরিদপুর বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা এবং জাহেদ নামের একজন বেপারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মধ্যে মধ্যস্বত্বকারী একটা সিন্ডিকেট আছে, যারা পণ্যের দাম বৃদ্ধিতে অনেকাংশে দায়ী। এখানে ডেলিভারি অর্ডারের (ডিও) মাধ্যমে শুধুমাত্র একটি ক্রয় রশিদ বিক্রি হয় ১০ জনের বেশি লোকের কাছে। আমরা বিভিন্ন ট্রেডিংয়ের দোকান থেকে ৬শর উপরে মধ্যস্বত্বভোগীর নাম এবং মোবাইল নম্বর সংগ্রহে নিয়েছি, যাদের মাধ্যমে একটি পণ্যের হাত বদল হয়ে দাম বাড়তে থাকে। এই বিষয়টি গুরত্ব সহকারে নিয়ে এদের ট্রেড লাইসেন্স চেকিংসহ পরবর্তীতে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সরবরাহ কমার অজুহাতে যাতে জিনিসপত্রের দাম বাড়াতে না পরে সেই বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজার মনিটরিং আব্যাহত আছে। যেকোনো ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমাদের কাছে সিন্ডিকেটের কিছু নামের তালিকা সংগ্রহে আছে।