ডিসেম্বর ৩, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

অবৈধ স্থাপনা উচ্ছেদ এর মাধ্যমে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

ইমরান নাজির,চট্টলার কণ্ঠ।

চট্টগ্রাম নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে রেলওয়ের ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের সিটি কলেজ সংলগ্ন নিউমার্কেট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ শতক জায়গা উদ্ধার করা হয়।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা চট্টলার কণ্ঠকে  বলেন, অভিযানে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এসব দোকান অবৈধভাবে নির্মাণ করে ব্যবসা করে আসছিলো।

রেলওয়ের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক এ উচ্ছেদ অভিযানের আদেশ দেন। রেলওয়ে স্টেট অফিসার সহ অন্যান্য কর্মকর্তা ও সিএমপি এবং আরএনবি অভিযানে সহায়তা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক