সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

গ্রেফতার হলেন প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বিএনপি নেতা চাঁদ

চট্টলার কণ্ঠ নিউজ ডেস্ক।

শেখ  হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

তিনি বলেন, একটি প্রাইভেট কারে করে রাজশাহী থেকে পালানোর চেষ্টা করছিলেন চাঁদ। গোপন সংবাদে ওই কারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ টিম।

এরই মধ্যে চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিও উঠেছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পক্ষ থেকে। হাইকোর্ট তার গ্রেপ্তারের ব্যাপারে জানতে চেয়েছে। এ অবস্থায় কোন মামলায় বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসমাবেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা-শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক