ডিসেম্বর ৪, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ

গাজীপুর জেলা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়

গাজীপুর জেলার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। গতকাল বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত পৌনে ২টায় ৪৮০টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তৃতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (রনি সরকার) হাতি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট। গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ঘোষণা হয়। খবর বিডিনিউজের।

ফলাফল  ঘোষণার সঙ্গে সঙ্গে টেবিল ঘড়ি সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে। মায়ের প্রধান নির্বাচনী এজেন্ট জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন সেখানে। গাজীপুরে ৪৮০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। দেশের সর্ববৃহৎ এই সিটি করপোরেশনে মোট ভোটার ছিল ১১ লাখ ৭৯ হাজার। দুপুর পর্যন্ত ভোটের হার ৬০ শতাংশের মতো ছিল বলে নির্বাচন কর্মকর্তারা ধারণা দিয়েছিলেন। তবে সার্বিকভাবে ভোটের হার দাঁড়ায় ৪৮ দশমিক ৭৫ শতাংশ। গোলযোগ ছাড়াই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক