সব ঠিক থাকলে সেপ্টেম্বরে আইফোন ১৪ সিরিজের ৪টি নতুন ফোন বাজারে আসছে। তা হলো-আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। তবে এ বছর কোনো আইফোন ১৪ মিনি বাজারে আসছে না। অনেকেই বলছেন, আইফোন ১২ ও আইফোন ৪-এর মিশ্রণে আইফোন ১৪-এর ডিজাইন করেছে কুপার্টিনোর কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল, আইফোন ১৩-এর মতোই আইফোন ১৪ সিরিজে এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করতে পারে অ্যাপল। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই বলেনি অ্যাপল।
আইফোন ১৪-এর ফাঁস হওয়া ডিজাইন অনুযায়ী নতুন ফোনের ডিসপ্লের ওপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নিচে সেলফি ক্যামেরা কাট আউট দেখা গিয়েছে। এ ছাড়াও পাশে রয়েছে আরও একটি কাট আউট। অনুমান করা হচ্ছে সেখানে ফেসআইডি সেন্সর দিতে পারে অ্যাপল। ডিসপ্লের পাশে পাতলা বেজেল থাকছে। ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। এ ফোনের ডান দিকে পাওয়ার বাটন থাকতে পারে।