ডায়ালাইসিস হচ্ছে কৃত্রিম উপায়ে, যন্ত্রের সাহায্যে রক্ত পরিশোধন বা রক্ত বিশুদ্ধ করার একটি কার্যকর চিকিৎসা প্রক্রিয়া। স্বাভাবিকভাবে “কিডনি” বা বৃক্ক সার্বক্ষণিকাবে শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীদের, কিডনির কার্যকারিতা অনেকটা কমে গেলে বা তা নষ্ট হয়ে গেলে, একসময়ে কিডনি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। ডায়ালাইসিস করলে কিডনি ভাল হয় না। তবে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির অধিকাংশ প্রয়োজনীয় কাজ সারিয়ে নিয়ে অনেকটা ভাল থাকা যায়। এ প্রক্রিয়ায় ডায়ালাইসিস সেন্টারের বিশেষ তত্ত্বাবধানে, কৃত্রিম কিডনি বা ডায়ালাইজারের সাহায্যে রক্ত থেকে শরীরের বর্জ্য পদার্থ (ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি) ও অতিরিক্ত পানি অপসারণ করা হয়। ডায়ালাইসিসের ফলে সোডিয়াম, পটাসিয়াম ও বাইকার্বনেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইটের স্বাভাবিক মাত্রা বজায় থাকে ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তবে শরীরের প্রয়োজনীয় লোহিত রক্তকণিকা প্রস্তুতের হরমোন ইরাইথ্রোপোয়েটিন তৈরী, হাড়ের ক্যারসিয়ামের ভারসাম্য রক্ষা ও শরীরের অনেকগুলি বাফার সিস্টেম নিয়ন্ত্রণ করাও কিডনির গুরুত্বপূর্ন কাজ। ডায়ালাইসিস করালেও এগুলোর কোনটা ফিরিয়ে আনা সম্ভব হয় না।