চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। ডি ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজউদ্দৌলা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডি ইউনিটের ফলাফল তৈরি করা হয়েছে। ৩৯ হজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৫৭ জন। বাকিরা ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।
এর আগে গত ২২ ও ২৩ মে চার শিফটে ‘ডি’ ইউনিটেরর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।