চট্টলার কণ্ঠ নিউজ ডেস্ক।
চট্টগ্রাম নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়কের উপর একটি কালভার্টের কাজ চলছে পাঁচ মাসেরও বেশি সময় ধরে। ধীরগতিতে কাজ চলা এবং বিকল্প সড়কগুলোর বেহাল অবস্থার কারণে দুর্ভোগ বাড়ছে পথচারীদের। কালভার্টের কাজ শেষ হলেও উন্মুক্ত করা হচ্ছে না সড়কটি। কখন সড়কটি উন্মুক্ত হবে সেটাও বলা যাচ্ছে না। এ অবস্থায় শঙ্কিত এলাকার বাসিন্দা ও পথচারীরা।
যে কালভার্ট নির্মাণের জন্য বন্ধ করা হয়েছিল মুরাদপুর মোড়ের অক্সিজেন সড়কটি ইতোমধ্যে সে কালভার্টের কাজ শেষ হয়েছে। তবে এখনো দুই পাশের সংযোগ সড়ক হয়নি। যদিও কালভার্ট পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু কোনো গাড়ি চলাচল করতে দেয়া হয়নি এখনো। যান চলাচল বন্ধ থাকায় মুরাদপুর-অক্সিজেন সড়কের উপর নির্ভরশীল লোকজনের ভোগান্তি কমেনি। পায়ে হেঁটে লোকজন কালভার্ট ও বিকল্প হিসেবে রাখা লোহার পুল দিয়ে চলাচল করছে। অথচ ব্যস্ততম মুরাদপুর মোড় থেকেই খাগড়াছড়ি, রাঙামাটি, উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলার বাসিন্দারা চলাচল করেন। মুরাদপুর-অক্সিজেন সড়কটি শহরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে একটি। শহরের কয়েকটি ওয়ার্ডের লোকজনেরও চলাচলের অন্যতম প্রধান সড়ক এটি। ফলে মুরাদপুর মোড়ে যান চলাচল বন্ধ রাখায় প্রতিদিন কয়েক লক্ষ লোককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতো মানুষের দুর্ভোগ হলেও সে বিষয়ে যেন কারো কোনো খেয়ালই নেই।