চট্টগ্রামের পটিয়ার পৌর সদরের শশাঙ্ক মালা উচ্চ বিদ্যালয় একসাথে ১৭ জন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়েছে। ২০ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ এসেছে। সূত্রে জানা যায় গত এক বছর পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ ও সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা কমিটি মনোনীত সহসভাপতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। এ পরিপ্রেক্ষিতে ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক অফিস আদেশে ১৭ শিক্ষকের বদলির আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ১৭ শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করে সেখান থেকে একজন করে শিক্ষককে স্থলাভিষিক্ত করা হয়।
পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ বলেন, শিক্ষকদের দলাদলি ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটনার কারণে স্বনামধন্য ওই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল। এ বদলির মাধ্যমে সেখানে শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন কান্তি নাথ জানান, এক বছর পটিয়ার কোনো প্রাথমিক বিদ্যালয়েই নির্বাচিত কমিটি নেই। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে স্কুল পরিচালনা। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে বিদ্যালয়গুলোতে কমিটি পুনর্গঠনের প্রয়োজন।