চট্টগ্রাম ১০ আসন থেকে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু।
করোনাকালীন মহিউদ্দিন বাচ্চু আলোচনায় উঠে আসেন তার নেত্রী প্রধানমন্ত্রীর পক্ষ হতে ব্যক্তিগত উদ্যোগে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী দান করার কারণে। এছাড়াও মহিন চৌধুরী নগর যুবলীগের আহবায়ক ছিলেন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়। সভা শেষে রাত সোয়া ৯টায় গণমাধ্যমের সামনে প্রার্থীর নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়ন বোর্ড সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।