চট্রলার কণ্ঠ নিউজ।
কেঁদে কেঁদে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম ইকবাল খান। আন্তর্জাতিক ক্রিকেট তিনি আর খেলবেন না।
বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট খেলতে এসেছিলেন তামিম চাচা আকবর খানের হাত ধরে। তার প্রথম কোচ তপন দত্তের কাছে নিয়েছিলেন ক্রিকেটের প্রথম পাঠ।
১৬ বছর চার মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন তামিম চোখের জলে।
নগরীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এতে যতক্ষণ তিনি বক্তব্য দিয়েছেন ততক্ষণই কান্না করেছেন।
তিনি বলেছেন, তার ক্যারিয়ার জুড়ে তিনি শতভাগ উজাড় করে দিয়ে খেলেছেন। তবে তিনি বিশ্বাস করেন ব্যক্তির চাইতে দল বড়। তাই দলকে সব সময় সমর্থন করে যাওয়ারও আহ্বান জানান তিনি।