ডিসেম্বর ৩, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

একসাথে ২৪ এসপির বদলি

পুলিশে বদলি ও পদায়নের ধারাবাহিকতায় এবার এসপি পদ মর্যাদার ২৪ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে সিআইডিতে কর্মরত মুক্তা ধরও রয়েছেন। তাকে সিআইডি থেকে খাগড়াছড়ির এসপি করে পাঠান হয়েছে। গতকাল সোমবার দুটি পৃথক প্রজ্ঞাপনে এই এসপিদের পদায়ন ও বদলি হয়। একদিন আগেই ১৬ ডিআইজি এবং ৩৫ অতিরিক্ত ডিআইজির কর্মস্থল পরিবর্তন করা হয়েছিল। সোমবারের প্রজ্ঞাপনে বিভিন্ন জেলা ছাড়াও, পুলিশ সদর দপ্তর, পুলিশের বিশেষ শাখা (এসবি), সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ট্যুরিস্ট পুলিশে কর্মরত কর্মকর্তারা রয়েছেন। মুক্তা ধরকে খাগড়াছড়িতে পাঠানোর পাশাপাশি খাগড়াছড়ির এখনকার এসপি নাইমুল হককে টুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।

পুলিশের বিশেষ শাখার (এসবি) আজিম উল আহসানকে ঝিনাইদহে, পুলিশ সদরদপ্তরের মনজুর রহমানকে মৌলভীবাজারে, ট্যুরিস্ট পুলিশের সৈকত শাহীনকে বান্দরবানে এসপি করে পাঠানো হয়েছে। বান্দরবানের এসপি তারিকুল ইসলামকে নাটোরে বদলি করা হয়েছে, নাটোরের সাইফুর রহমানকে রাজশাহীতে, ডিএমপি’র উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁওয়ে, এসবির জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়িতে, ডিএমপির আবুল হাসনাত খানকে বাগেরহাটে, ডিএমপির মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুরে এসপি করে পাঠানো হয়েছে। ঝিনাইদহের মোহাম্মদ আশিকুর রহমানকে এসবিতে, মৌলভীবাজারের মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর এবিএম মাসুদ হোসেনকে ডিএমপিতে, ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিআইডিতে, রাজবাড়ীর এম এম শাকিলুজ্জামানকে খুলনা মহানগর পুলিশে, জামালপুরের নাছির উদ্দিনকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে, বাগেরহাটের কে এম আরিফুল হককে রাজশাহী মহানগর পুলিশে, লক্ষ্মীপুরের মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক