ডিসেম্বর ৪, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ

বিষপানের সাবেক সেনা সদস্যের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লোহাগাড়া থানায় দুলন দাস নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে চট্টগ্রাম নগরী রয়েল হাসপাতালে। 

অনুসন্ধানে জানা যায,  পারিবারিক অশান্তির কারণে দুলন দাশ তাঁর মেজ ভাইয়ের বাড়িতে থাকতেন। সেখানে সোমবার বিষপান করেন তিনি। 

দুলন দাশের মেজ ভাই সমর কুমার দাশ চট্টলার কন্ঠকে  বলেন, ২০২২ সালে এক সড়ক দুর্ঘটনয় গুরুতর আহত হয় দুলভাবে চলাফেরা করতে পারতেন না তিনি। একসময় স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় আলাদা থাকতে শুরু করেন দুলন।

পাঁচলাইশ থানার এসআই আব্দুল কুদ্দুস এ ব্যাপারে জানতে চাইলে চট্টলার কণ্ঠকে  বলেন, সোমবার বিষপান করলে গুরুতর অবস্থায় রয়েল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক