চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু’র নির্বাচনি কার্যালয়ে হামলা, প্রচারণার গাড়ি ও যানবাহন ভাংচুরের প্রতিবাদে বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু’র নির্বাচনি কার্যালয়ে হামলার প্রতিবাদে লালখান বাজার মোড় থেকে ওয়াসার মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগান দিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন। সন্ধ্যা ৬টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে এগোতে থাকে।