অক্টোবর ৩, ২০২৪ ১১:৩৫ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

নিউজ ডেস্ক।

দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আগামী ২২ জুলাই রোববার থেকে যথারীতি শ্রেণি কক্ষে পাঠদান চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় তিনি এ কথা জানান। খবর বাসসের।

এদিকে প্রাথমিক বিদ্যালয়েও এবার গ্রীষ্মকালীন ছুটি থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের কারণে ইতোমধ্যে একাধিকবার বন্ধ ছিলো। এতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেটা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান প্রয়োজন। তাই এই মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে এবার গ্রীষ্মকালীন ছুটি থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক