ওয়াসিম জাফর, ২১ জুলাই শুক্রবার।
নগরীর ও আর নিজাম রোড এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় মশার লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিকপক্ষকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে যেসব ভবনে মশার লার্ভা পাওয়া যায়নি তাদের উদ্বুদ্ধ করতে গোলাপফুল দিয়ে চসিকের পক্ষে শুভেচ্ছা জানায় ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরীর ওআর নিজাম রোড এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চট্টলার কণ্ঠকে বলেন, এলাকা দুটির মানুষ সচেতন হওয়ায় অন্যান্য অনেক এলাকার চেয়ে মশার লার্ভা খুব কম পাওয়া গেছে। বাড়িগুলোও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন। ৫টি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে খুঁজেও লার্ভা পাওয়া যায়নি।
চসিকের পরিচালিত অভিযান আর সচেতনতামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে অনেকেই নিজ ভবনে জমে থাকা পানি অপসারণ করেছেন। আজকের অভিযানে আমরা খুবই আশাবাদী কারণ নগরবাসী এভাবে সচেতন আচরণ করলে মশা কমবে। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। জরিমানা নয়, আমাদের মূল লক্ষ্য জনগণকে সচেতন করা। যেসব ভবনে মশার লার্ভা পাওয়া যাবেনা তাদেরকে ফুল দিয়ে চসিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হবে।
নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে মশাবাহিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।