অক্টোবর ৫, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

বিএনপির ২৫ কর্মীর রিমান্ডে নামঞ্জুর কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

মহিউদ্দিন মিজি

।চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, পুলিশের কাজে বাধা ও  গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপির ২৫ নেতা–কর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে আদালত। রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, গ্রেপ্তার ২৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে খুলশী থানা–পুলিশ। শুনানি শেষে আদালত  রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামিদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

উলে্লখ্য, গত বুধবার রাতে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং পুলিশের গাড়ি ভাঙচুর ও যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৬০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। নগরের খুলশী থানায় করা মামলা দুটির একটির বাদী আওয়ামী লীগের কর্মী আরিফুল ইসলাম। আরেকটির বাদী পুলিশ। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক