সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

একটানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারি কমে গিয়েছে

ইমরান নাজির,চট্টলার কন্ঠ।

একটানা বর্ষণে চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারিতে ব্যাপকভাবে ধস নেমেছ।  চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট ৪ হাজার ৩৬ টিইইউএস কনটেইনার ডেলিভারি হয়েছিল। কিন্তু পরদিন ৪ আগস্ট ৩ হাজার ৭৪৩ কনটেইনার ডেলিভারি হলেও পরের দিন ৫ আগস্ট ২ হাজার ৩০৯ টিইইউএস কনটেইনার ডেলিভারি হয়।

nagad

nagad

এদিকে গত ৪ আগস্ট বন্দরের ইয়ার্ডগুলোতে মোট ২৯ হাজার ২৩৯ টিইইউএস কনটেইনার ছিল। কিন্তু ডেলিভারি কমায় আজ ৫ আগস্ট বন্দর ইয়ার্ডে ৩২ হাজার ৭৭ টিইইউএস কনটেইনার জমা পড়েছে।

পাশাপাশি বন্দরের বহির্নোঙরে আজ ২০টি পণ্যবাহী জাহাজ অলস পড়ে আছে। এরমধ্যে কনটেইনারবাহী জাহাজ রয়েছে ৫টি, জেনারেল কার্গো রয়েছে ৬টি, খাদ্যশস্যবাহী জাহাজ একটি, ক্লিংকারবাহী জাহাজ একটি এবং ৭টি অয়েল ট্যাংকার রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক চট্রলার কন্ঠকে  বলেন, টানা বৃষ্টিপাত হলেও আমাদের ইয়ার্ডগুলোতে পানি ওঠেনি। কিন্তু আমাদের পণ্য ডেলিভারি কম হচ্ছে। কাজের গতিও কিছুটা কমেছে। পাশাপাশি বহির্নোঙরে খোলা পণ্যবাহী জাহাজ যেমন- চাল, ডাল, গম এসব পণ্যের খালাস কার্যক্রম বন্ধ আছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক