ডিসেম্বর ৪, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ

ভারী বর্ষণ আরো দুইদিন থাকবে, পাহাড়ধসের আশঙ্কা

চট্টলার কন্ঠ নিউজ।

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে ভারী বর্ষণ আরো দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৫ আগস্ট) আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম মহানগরে।

nagad

nagad

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল চট্রলার কণ্ঠকে  বলেন, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। যেসব এলাকায় ভারী বৃষ্টিপাত হবে সেখানে পাহাড় ধসের সম্ভাবনা আছে।

এদিকে সকাল থেকে ভারী বর্ষণের কারণে নগরের হালিশহর, মুরাদপুর, ছোটপুল, বড়পুল, ষোলশহর ২ নম্বর গেট, শান্তিবাগ আবাসিক ও ঈদগাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার রাস্তা হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন বাসা ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। পানিতে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বহু যানবাহন বিকল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

নগরের শান্তিবাগ এলাকার বাসিন্দা মো. আল আমিন চট্রলার কণ্ঠকে  বলেন, আমি জিইসি যাবো। আবাসিক এলাকার ভেতর দিয়ে তিন থেকে চারটা রাস্তা পাড় হয়ে মূল সড়কে উঠতে হয়। কিন্তু যেদিকে যাই কোমর সমান পানি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক