ডেস্ক নিউজঃ টি-টোয়েন্টি সিরিজ পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজেও পরাজিত করেছে স্বাগতিক জিম্বাবুয়। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। শেষ ম্যাচেও জয় চান দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান রেগিস চাকাভা।
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামবে টাইগাররা। বাংংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এদিকে, এমন বাজে পারফরমেন্সের পরও বাংলাদেশের ক্রিকেটারদের পাশে আছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচ পরবর্তি সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘গত দুই দিনের পারফরম্যান্সে ওয়ানডে দলকে সমালোচনা করা ঠিক হবে না। তবে এটা ঠিক যে, অনেক কাজ বাকি আমাদের। তারা চারটি সেঞ্চুরি করেছে, আমরা একটিও করতে পারিনি। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই বড় শিক্ষা পেয়েছে। বিশ্বকাপ আসছে। ভাগ্য ভাল যে, এসব ম্যাচে পয়েন্ট নেই।