ডিসেম্বর ৪, ২০২৪ ৯:১৯ পূর্বাহ্ণ

চলন্ত বাস দোকানে ঢুকে সীতাকুণ্ডে একজন নিহত

মোঃ মনসুর আল,  সীতাকুন্ড প্রতিনিধি।

সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। এই ঘটনায় মো. বুলবুল মিয়া নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

বুলবুল মিয়া (৬০) নেত্রকোনা জেলার কেন্দুয়ার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে চাঁদনী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি স্ক্র্যাব জাহাজের মেরিন মেশিনারিজ দোকানে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে বাসে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া এক বাসযাত্রীর মরদেহ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যেদ একজনের অবস্থা আশঙ্কাজনক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক