ডিসেম্বর ৩, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

কক্সবাজারে পাহাড়ধসে নিহত একজন

রহিম উল্লাহ উপল।

কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি চট্টলার কণ্ঠকে নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ আজম কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি রফিকুল ইসলাম চট্রলার কণ্ঠকে   বলেন, রাতের আঁধারে পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় পাহাড় ধস হয়। পরে মাটি সরিয়ে নেওয়ার সময় আবারও পাহাড় ধসে আজম মাটি চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রয়েছে।

বিগত ৭ আগস্ট কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছিল উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একই পরিবারের দুজন (মা ও মেয়ে) এবং চকরিয়া উপজেলার ভিন্ন স্থানের দুজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক