অক্টোবর ৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

কোতোয়ালি থানায় গতকালকের জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২ মামলা

ইমরান নাজির।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে  মৃত্যুবরণকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা  দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

গতরাত মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশ বাদি হয়ে এ মামলা দায়ের করে। এতে ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সময় আটক ৪০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির আজ বুধবার সকালে চট্টলার কণ্ঠকে  এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক ৪০ জন জামায়াত শিবিরের উশৃঙ্খল কর্মী, পলাতক ২৫ জনসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক