ডিসেম্বর ৪, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেফতার

ইমরান নাজির।

শার্টের ভিতরে গেঞ্জিতে অভিনব পন্থায় বিপুল পরিমাণ স্বর্ণ পেস্ট করে নিয়ে আসার সময় এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। গতাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা ফ্লাইট থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল সকাল ৭টা নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৫২ ফ্লাইটে তুষার নাগিন দাশ নামের ওই যাত্রী শারজাহ থেকে চট্টগ্রামে আসেন।

এয়ারপোর্ট কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করলে তিনি তার কাছে কিছু নেই বলে জানান। কিন্তু পরবর্তীতে তার শরীর তল্লাশি করা হলে গেঞ্জিতে অভিনব কায়দায় পেস্ট করা স্বর্ণ পাওয়া যায়। এই বাইরে তার কাছে হোয়াইট গোল্ডের কিছু স্বর্ণালংকারও পাওয়া যায়। তার কাছ থেকে মোট ৯৮১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক