অক্টোবর ৩, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে গান গাওয়ার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রেললাইনে বসে গিটার বাজিয়ে গান করার সময় ট্রেনের ধাক্কায় ওমর ফারুক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  ফারুক ফৌজদারহাট কালুশাহ সিপাহী বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেললাইন ওভারব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বাড়ির পাশ দিয়ে চলে গেছে রেললাইন। সেখানে বসে গিটার বাজিয়ে গান করছিলেন ফারুক। হঠাৎ চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে এনেও বাঁচানো যায়নি।

রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হলে ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক