ডিসেম্বর ৩, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

ষোলশহরে পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু

ওয়াসিম জাফর

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় পাহাড় ধসে সাত মাস বয়সী এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

পাহাড় ধসে  নিহতরা  হলেন মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত। তারা ধসে পড়া পাহাড়টিতে বসবাস করতেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা চট্রলার কণ্ঠকে  জানান, আজ রবিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে ৪ জন আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর মাটির নিচে চাপা পড়া ৪ জনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক