ইমরান নাজির।
চট্টগ্রাম নগরীর সদরঘাটে গলায় ওড়না পেচিয়ে রিমঝিম দাশগুপ্ত নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যার ঘটনার খবর পাওয়া গিয়েছে। শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদরঘাটে পোস্ট অফিসে গলি এলাকায় এ ঘটনা ঘটে।
রিমঝিম ওই এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সদরঘাট থানার এসআই আকতার হোসাইন এ ব্যাপারে জানতে চাইলে চট্রলার কন্ঠকে বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলে। সে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। আজ রবিবার তার পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার আগেই তিনি আত্মহত্যা করেছেন। তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে প্রবেশপত্র হারিয়ে পরীক্ষা দিতে না পারার কারণে সে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা জানায়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।