চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশন কলোনির পাশের পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা ৪০টি ঘর ভেঙে দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৭ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেলের জমিতে বানানো এসব ঘর উচ্ছেদ অভিযানকালে সেখানে বসবাসকারী ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযানে থাকা পাঁচলাইশ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।
অভিযানে পাহাড় কেটে বানানো ঘরগুলো ভেঙে দেওয়া হয় বলে জানান তিনি।
রবিবার সকালে ওই এলাকায় পাহাড় ধসে বাবা ও তার আট মাস বয়সী শিশুর মৃত্যুর পর এ অভিযান চালানো হয়।
এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেয়রের একান্ত সচিব, রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার মাসুদ রানা এ ব্যাপারে জানতে চাইলে চট্রলার কন্ঠকে জানান, রেলওয়ের চৌকিদার আব্দুল খালেক এ পাহাড় কাটার সঙ্গে জড়িত বলে তারা অভিযোগ পেয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও জেলা প্রশাসনের কাছে আছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।
এদিকে, নিহত দুইজনের পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার সরকারি সহায়তা দেওয়া হয়েছে।