সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

বাসার সামনের নালায় ডুবে যাওয়া শিশু আরাফাতের লাশ

ওয়াসিম জাফর, চট্রলার কন্ঠ।

নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ১৮ মাস বয়সী শিশু ইয়াসিন আরাফাতের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

সোমবার (২৮ আগস্ট) সকালের তার বাসার সামনের নালায় পাওয়া যায় আরাফাতের মরদেহ। এর আগে রোববার বিকেলে শিশুটি নালায় পড়ে তলিয়ে যায়। শিশু আরাফাত সাদ্দাম হোসেনের ছেলে।

আগাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। এক পর্যায়ে আজ সকালে আরাফাতের বাসার সামনের নালায় তার মরদেহ পাওয়া যায়।

এর আগে, ২০২১ সালের ৩০ জুন নগরের ২ নম্বর গেট এলাকার চশমা খালে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে অটোরিকশাচালক সুলতান ও যাত্রী খালেদা আক্তার নিহত হন। এরপর একই বছরের ২৫ আগস্ট নগরের মুরাদপুর মোড়ে নালায় তলিয়ে নিখোঁজ হয়েছিলেন সালেহ আহমেদ নামে এক ব্যবসায়ী।ঘটনার দুই বছর অতিবাহিত হলেও সালেহ আমাদের লাশের এখনো সন্ধান পায়নি তার পরিবার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক