সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামে আইস ফ্যাক্টরি রোডের ফ্ল্যাটেই তৈরি করত জাল নোট

ওয়াসিম জাফর

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সদরঘাটের আইস ফ্যাক্টরি এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির দায়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন (২৭) কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার আজিমুল্লাহ’র বাড়ির  মৃত আজিমুল্লাহর ছেলে এবং শহীদুল হক চৌধুরী প্রকাশ  শাহীন (৩৫) আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরার নুরু মেম্বারের নতুন বাড়ির মো. নুরুল হক চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান  চট্টলার কন্ঠকে  জানান, স্টেশন রোড এলাকা থেকে ৩ লাখ টাকার জাল নোটসহ মো. গিয়াস উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সদরঘাটের আইস ফ্যাক্টরি এলাকার একটি ফ্ল্যাটে জাল নোট তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দারা। সেখান থেকে চক্রের মূলহোতা শহীদুল হক চৌধুরী শাহীনকে (৩৫) জাল নোট তৈরির প্রিন্টারসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক