ডিসেম্বর ৪, ২০২৪ ৮:৫৪ পূর্বাহ্ণ

আবারো বাড়ল গ্যাসের দাম

চট্রলার কণ্ঠ নিউজ।

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রবিবার (৩ সেপ্টেম্বর) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিইআরসি’র চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এই দাম ঘোষণা করেন।

বিইআরসি চেয়ারম্যান বলেন, “প্রতি কেজি এলপিজি’র দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সেই অনুসারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে।”

সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮৪ টাকা। গত মাসে এটা ১৪১ টাকা বেড়েছিল।

নতুন সমন্বিত দাম অনুসারে, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজি’র দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা যা আগে ছিল ৫২ টাকা ১৭ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসেই এলপিজি’র দাম নির্ধারণ করে।

ঘোষিত নতুন দাম আজ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক