সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

বিয়ের সব খাবার গেল এতিমখানায়, গুনতে হলো জরিমানা

চট্টগ্রামেরবোয়ালখালীতে একটি কমিউনিটি সেন্টারে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ে উপলক্ষে চলছিল বরযাত্রী আপ্যায়নের এলাহী আয়োজন। খবর পেয়ে ওই কমিউনিটি সেন্টারে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

 

এ সময় বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়ে আপ্যায়নের সব খাবার এতিমখানায় বিতরণ করা হয়। বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

 

তিনি বলেন, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্য বিয়ের অনুষ্ঠান বন্ধ করে মেয়ের মাতা কোহিনুর আকতারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। এছাড়া আপ্যায়নের জন্য প্রস্তুতকৃত খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক