ওয়াসিম জাফর।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বায়েজিদ থানাধীন সামাদপুর জাঙ্গাল পাড়ার এভারফ্রেশ এগ্রো এন্ড ডেইরী কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন— ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. শফিকুল ইসলাম (২৯) ও কর্মচারী মো. শফিকুর রহমান (২২)।
নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, প্রায় তিন বছর ধরে নীতিমালা না মেনে অবৈধভাবে ওই কারখানায় নকল জুস তৈরি করা হতো। একইসঙ্গে তা বিভিন্ন জায়গায় বাজারজাত করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারাখানার দায়িত্বরত কেউই কোনো ধরনের সরকারি অনুমতির কাগজপত্র দেখাতে পারেনি। পরে ওই কারখানার ম্যানেজার ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে কারখানা থেকে ২৫ হাজার ২০০ বোতল নকল লিচি জুস এবং জুস তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। তবে কারখানার মালিক অভিযানে কথা শুনে পালিয়ে যান। কারখানার মালিক ও গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।