সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু

তারেক মনোয়ার।

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

৬৫ বছর বয়সী ওই নারীর নাম মায়া নন্দী বলে জানা গেছে।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মায়া নন্দী পৌর সদরের পশ্চিম মহাদেবপুর এলাকার সুনীল নন্দীর স্ত্রী।

তিনি যমুনা ডায়াগনস্টিক ল্যাব নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

হাইওয়ে পুলিশ সদস্য ইবনে মজিদ চট্টগ্রাম কণ্ঠকে জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়।

তিনি পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ চট্টলার কন্ঠকে বলেন, “বাসচাপা পড়া ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন চট্টলার কন্ঠকে ফোন আলাপে  জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক