সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে ৪ মামলায় বিএনপি জামাতের ১২৩ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক।

নগরীর চান্দগাঁও, সদরঘাট ও বায়েজিদ থানার পৃথক চারটি নাশকতার মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এরমধ্যে জামায়াতের নেতাকর্মীও রয়েছেন। গতকাল পৃথক দুটি আদালত চার মামলায় চার্জগঠনের এই আদেশ দিয়েছেন। এরমধ্যে দুটি মামলায় চার্জগঠন করেছেন চট্টগ্রামের ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ কাজী শামসুল আরেফিন। অপর দুটি মামলায় চার্জগঠন করেন প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার। ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শাহেদুল আজম শাকিল আজ চঞ্চলার কন্ঠকে ফোন আলাপে বলেন, চান্দগাঁও ও সদরঘাট থানার পৃথক দুটি মামলায় ডা.শাহাদাত হোসেনসহ ৭৬ জনের বিরুদ্ধে আমাদের কোর্ট চার্জগঠন করে বিচার শুরু করেছেন। আগামী ৩০ অক্টোবর থেকে এ দুটি মামলার সাক্ষ্য শুরু হবে। দুই মামলার মধ্যে শুধু সদরঘাট থানার মামলায় ডা. শাহাদাত হোসেন আসামি বলেও জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর। তিনি আরো বলেন, সদরঘাট থানার মামলাটি দায়ের হয় ২০১৮ সালের ২৯ অক্টোবর। এতে বলা হয়, পূর্ব মাদারবাড়ির ডিটি রোডে পূর্ব পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কর্ম ক্ষমতা ব্যাহত করার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা চালানোর পরিকল্পনার অপরাধ করেছেন আসামিরা। অন্যদিকে চান্দগাঁও থানার মামলাটি দায়ের হয় একই বছরের ২৮ অক্টোবর। এতে বলা হয়, মোহরা এলাকায় চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মাহবুব আলমসহ আসামিরা ককটেল বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করার অপরাধ করেছেন। প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কানু রাম শর্মা বলেন, বায়েজিদ থানার পৃথক দুটি মামলায় বিএনপি–জামায়াতের ৪৪ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আমাদের আদালত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক