ডিসেম্বর ৩, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

অভিযানের পর ছয় ৩৬ টাকায় আলু বিক্রি ক্রেতাদের ভিড়

চট্টগ্রামের পাহাড়তলীতে আলুর আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। আজ শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশি দামে আলু বিক্রির সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার।

এসময় অভিযানের খরব পেয়ে ৫৫ টাকা আলু নেমে আসে ৩৬ টাকায়। এতে ৩৬ টাকার আলু কিনতে লাইনে দাঁড়িয়ে পড়ে ভোক্তারা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ চট্টলার কন্ঠকে  জানান, ভবিষ্যতে বেশী মূল্য রাখা হলে জরিমানা করা হবে। এছাড়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক