ডিসেম্বর ৪, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ

দেড় কোটি টাকার স্বর্ণসহ হাটহাজারীর আলী আটক

অভিনব কায়দায় রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণ লুকিয়ে দুবাই থেকে চট্টগ্রাম আসছিলেন তিনি। আজ সকাল সাড়ে ৭টায় শাহ আমানত বিমানবন্দরে এসে ধরা পড়লেন কাস্টমসের হাতে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম আসেন ওই যাত্রী। আটক হওয়া ওই যাত্রীর নাম মো. আলী। তিনি হাটহাজারী উপজেলার চিকনদন্ডী এলাকার মো. মুসার ছেলে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট নম্বর- জি৯৫২৬ এ করে চট্টগ্রাম আসেন। পরে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে। সকাল সাড়ে ৯টায় তার লাগেজ কেটে রাইস কুকারের লোহার খাঁচের ভেতর থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৭শ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

nagad

জানতে চাইলে এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্যাহ চট্টলার কণ্ঠকে বলেন, জব্দ করা স্বর্ণ ও আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান আছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক