অক্টোবর ৩, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

আজ চট্টগ্রাম আসবেন তাহের শাহ হুজুর

হুজুর কেবলা আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত, মুর্শিদে বরহক্ব, হাদীয়ে দ্বীন ও মিল্ল্ল্লাত আল্ল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্‌ (মা.জি.আ.) নেতৃত্বে ও প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.আ.) এবং বিশেষ মেহমান সাহেবজাদা আওলাদে রাসূল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.আ.) আজ ঢাকা থেকে বিকেল ৫–২০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করবেন এবং চট্টগ্রামস্থ শাহ্‌ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে চট্টগ্রাম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌–এ–কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছবেন। আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (সা.) এর ৫১ তম জশ্‌নে জুলসে নেতৃত্ব দেবেন। নামাজে মাগরিব ও এশায় আলমগীর খানকাহ্‌–এ–কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত পবিত্র গেয়ারভী শরীফে অংশগ্রহণ করবেন এবং হুজুর কেবলার ইমামতিতে নামাজে মাগরিব ও এশা খানকাহ্‌ শরীফে অনুষ্ঠিত হবে।

আল্ল্ল্ল্লাহ–রাসূল ও হযরাতে মাশায়েখ কেরামের সন্তষ্টি অর্জনের লক্ষে পবিত্র গেয়ারভী শরীফে ও নামাজে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দকে আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক