সেপ্টেম্বর ৭, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

৩ কোটি টাকার আফিমসহ পাচারকারী গ্রেফতার

লেলিন মারমা,  চট্টলার কন্ঠ।

চট্টগ্রামের বান্দরবানের রুমা স্টেশনের হাফেজঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম আফিম উদ্ধার করেছে র‍্যাব-১৫। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২ লক্ষ টাকা। এসময় মাদক কারবারি চিংহ্লামং মারমা (৬০) কে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এসময় তিনি জানান, সোমবার (১৬ অক্টোবর) বান্দরবানের বারমাইল এলাকা থেকে বাসযোগে বান্দরবান শহরের দিকে আফিমের বড় চালান আসছে এমন খবরে র‍্যাবের আভিযানিক দল সদর ইউনিয়নের রুমা স্টেশন সংলগ্ন হাফেজ ঘোনা এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এসময় থানচি থেকে বান্দরবানগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পলিব্যাগ তল্লাশি করে ৩ কেজি ২০০ গ্রাম আফিমসহ চিংহ্লামং মারমাকে গ্রেফতার করে র‌্যাব।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে দূর্গম পাহাড়ে আফিমের একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক কারবারীরা। সিন্ডিকেটটি কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে এজেন্ট রয়েছে। তারা আফিমগুলো ছড়িয়ে দিতো ঢাকাসহ সারাদেশে। সিন্ডিকেটের মূলহোতাদের ধরার প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক