সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

আমীর খসরুর বাসার নিচে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপি ও আওয়ামী লীগের তুমুল উত্তেজনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসার নিচে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে  এ তথ্য জানান।

শামসুদ্দিন দিদার বলেন, আজ রোববার সকাল থেকেই আমীর খসরুর বনানীর বাসার নিচে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বিএনপি থেকে পাঠানো ছবিতে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য, সাদাপোশাকের পুলিশ এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা আমীর খসরুর বাসার নিচে এবং সামনের সড়কটিতে অবস্থান করছেন।

আজ সকাল ৯টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি তাঁর বাসা থেকে নিয়ে যায়। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক