সেপ্টেম্বর ১০, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

সাতকানিয়ায় বাসে ইয়াবাসহ নারী গ্রেফতার

কলিমুল্ খান সবুজ।

সাতকানিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার হাজার ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে  গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম খাদিজা আকতার শিউলি (২৮)।  গ্রেপ্তারকৃত খদিজা  ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া পাটোয়ারী বাড়ীর মৃত মফিজ চৌধুরীর মেয়ে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কেঁওচিয়ার খুনি বটতল এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

nagad

এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ‘মহাসড়ক দিয়ে  মাদকের চালান যাচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে জনার কেঁওচিয়া খুনি বটতল এলাকায় সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় রাতে হানিফ পরিবহন নামে একটি বাসে খাদিজা আকতার শিউলির হেফাজত থেকে ১ হাজার হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।’

এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মোহাম্মদ ইয়াসির আরাফাত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক