অক্টোবর ৫, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

আজ থেকে শুরু হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে আজ মঙ্গলবার থেকে। বিজ্ঞান অনুষদভুক্ত এ-ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ জন শিক্ষার্থী।

এর মধ্যে ‘এ’ ইউনিটে সকাল ও বিকাল দুই শিফটে পরীক্ষা দিবেন ৫৪ হাজার ১০৬ জন, ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন ও সমন্বিত ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিবেন। এছাড়া উপ-ইউনিট দুটির মধ্যে ‘বি ১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ জন ও ‘ডি ১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিবেন।

ক্যাম্পাসে দূর-দূরান্ত থেকে আগত নারী অভিভাবকদের জন্য চারটি ছাত্রী হলেই বিশ্রামাগার প্রস্তুত করা হয়েছে, শহর থেকে আগত ভর্তিচ্ছুদের জন্য শাটল ট্রেনের আরো চারটি ট্রিপ বাড়ানো হয়েছে, অস্থায়ী বাথরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, ক্যাম্পাসের ভেতর অস্থায়ী খাবারের দোকান বসানো ও পোস্টারিং নিষিদ্ধ করা হয়েছে, সব প্রকার রেগ নিষিদ্ধ   করা হয়েছে, মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জায়গায় জায়গায় পর্যাপ্ত পরিমাণ লাইট ও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এবছরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি ভাড়া ও হোটেলগুলোতে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অতিরিক্ত টাকা আদায় করা হলে সরাসরি প্রক্টর অফিসে অভিযোগ জানাতেও বলা হয়েছে। এছাড়া শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত প্রতিটি জায়গায় পুলিশ মোতায়েন করা থাকবে, যাতে ভর্তিচ্ছুরা কোনোরকম সমস্যায় না পড়ে।চারটি ইউনিট এবং ২ উপ-ইউনিটে ভর্তিচ্ছুরা পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন। তবে প্রবেশপত্র উত্তোলন করতে অসুবিধা হলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে উত্তোলন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে পাঁচ স্তরে সাজানো হয়েছে, যাতে আগতরা বিশ্ববিদ্যালয়ে এসে কোনোরকম সমস্যায় না পড়েন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন। পাশাপাশি যাতায়াতের জন্য শাটল ট্রেনের ট্রিপ বাড়ানো হয়েছে, নারী অভিভাবকদের জন্য চারটি ছাত্রী হলেই বিশ্রামাগার প্রস্তুত করা হয়েছে, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, যেকোনো সমস্যায় প্রক্টরিয়াল বডি সবসময় প্রস্তুত রয়েছে।

মহিউদ্দিন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক