সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

অবরোধে চবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

সারাদেশে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের নেতৃত্বে সোমবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তালা দেওয়া হয় বলে জানা গেছে। এ সময় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।

তালা দেওয়ার বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সাথে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ কর্মসূচি পালন করেছে।  আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে সব ধরনের নিপীড়ন প্রতিহত করতে প্রস্তুত। সামনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করবো আমরা।

nagad

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক