২০১৩ সালে চট্টগ্রামের লালখানবাজার জামেয়া মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনার চার্জশিটভুক্ত আসামি ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী দেশে ফিরেছেন। তাঁকে স্বদেশ প্রত্যাবর্তনের সংবর্ধনা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল হোসেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১২টায় মুফতি ইজাহারুল লালখানবাজার পৌঁছলে বাঘঘোনা মোড়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
জানা গেছে, ২০১৩ সালের ৭ অক্টোবর লালখানবাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ ঘটনাস্থল থেকে চারটি তাজা গ্রেনেড উদ্ধার করে। দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আসামিরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যগুলো মজুত করে বলে অভিযোগপত্রে দাবি করে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এসিড নিয়ন্ত্রণ আইন ও হত্যার অভিযোগে খুলশী থানায় তিনটি মামলা করে পুলিশ।