ওয়াসিম জাফর।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বাসের ভিতর জুয়ার আসর বসানোর দায়ে বাকলিয়া থানার অভিযানে ধরা খেল ১০ জুয়াড়ি।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থানা সূত্রে জানা যায়, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও এলাকায় পূজা নামীয় পরিবহনের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির চট্টলার কন্ঠকে বলেন, গ্রেফতারকৃত আসামিরা নিয়মিত বিভিন্ন জায়গায় জুয়া খেলে। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য আসামিরা অভিনব এই পন্থায় জুয়া খেলে।
আসামিরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়ি অথবা নষ্ট গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করে এবং জুয়া খেলে। গোপন সংবাদের খবর পেয়ে তাদের করতে সক্ষম হই। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৯৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়।