ডিসেম্বর ৪, ২০২৪ ৮:২৪ পূর্বাহ্ণ

টেকনাফে র‍্যাবের অভিযানে আসামী গ্রেফতার

খোরশেদ মুরাদ ইব্রাহিম, টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে  র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মনিরঘোনা এলাকার জহির আলমের ছেলে মো. বেলাল (৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফ থানার মামলা অনুসারে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. বেলালকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। এক পর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিত র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা বেলালকে গ্রেফতার  করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বেলাল বর্ণিত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

nagad

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক