- শনিবার, ২০ আগস্ট, ২০২২
- ৫
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (২০ আগস্ট) এ সভা বহদ্দারহাট চত্বরে অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর এসরারুল হক এসরালের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতি সাংগঠনিকভাবে শক্তিশালী করে বিএনপি- জামায়াতের অপতৎপরতা রুখে দিতে হবে।
সভায় বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বৈশ্বিক সংকটে মহান আল্লাহর অশেষ রহমতে নেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন সেভাবে সাংগঠনিকভাবে সংযুক্ত হয়ে নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হুমায়ূন করিম চৌধুরীর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২৩ নম্বর পাঠানটুলীর কাউন্সিলর মো. জাবেদ, মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলম, পূর্ব ষোলশহর আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কমিশনার নুরুল হুদা লালু, মোজাহারুল হক চৌধুরী, আলী আকবর, ফৌজুল আজিম, মুন্সী মিয়া, শহীদুল আজম আহাদ, সরোয়ার খান, হাসান জামাল, হাসান খোকন, নূর মো. খোকন, মুন্সি মিয়া, মেজবাহ উদ্দিন খালেদ মাইনু, মঈন উদ্দিন ফরহাদ, মাহফুজুর রহমান মানিক, রোকনুজ্জামান রোকন, নাজমুল আলম খান, ওয়াসিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহানগর সভাপতি দেবাশীষ নাথ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, শওকত আকবর রাশেদ, জামাল উদ্দীন, লিটন বড়ুয়া, আব্দুর বাহাদুর, হাসান মুরাদ চৌধুরী জাবেদ, ছমিউদ্দীন সুমন, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খোকন, শাহজাহান মুরাদ, দিদারুল আলম, আলমগীর হোসেন, শাহজাহান চৌধুরী, আল মামুনুল করিম বিদ্যুৎ, এসএম মাসুদ, ওয়ার্ড যুবলীগ নেতা মোরশেদ সওদাগর, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সৌরভ, অ্যাডভোকেট আব্দুল মাবুদ আসিফ প্রমুখ।