সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারল আসামি

মহিউদ্দিন জিকু, আদালত প্রতিবেদক।

চট্টগ্রামের একটি আদালতে বিচারককে জুতা ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে সাইবার ট্রাইব্যুনালের এজলাসে বিচারক বসার সঙ্গে সঙ্গে জুতা ছুঁড়ে মারে ওই আসামি।

nagad

আদালত সূত্রে জানা যায়, ওই আসামির নাম মনির খান মাইকেল (৩২)। জাতির জনক ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু সাহা বাদি হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরদিন ২৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।

অ্যাডভোকেট মেজবাহ চৌধুরী চট্টলার কণ্ঠকে  বলেন, আদালতে জামিন শুনানির সময় বিচারকার্য শুরু হলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন আসামি মনির খান মাইকেল। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে নিবৃত্ত করে। এর আগে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক